চাঁদপুরে আরো ৩৪জনের করোনা শনাক্ত

বিশেষ প্রতিবেদক :
চাঁদপুরে রোববার আরো ৩৪জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে হাজীগঞ্জের ১০জন, চাঁদপুর সদরের ৯জন, ফরিদগঞ্জের ৮জন, কচুয়ার ৩জন, মতলব দক্ষিণের ২জন, হাইমচরের ২জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে হাইমচরে রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি, প্রবাস ফেরত এবং কচুয়ায় স্বাস্থ্যকর্মী রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৬৬জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, রোববার (১২ জুলাই) ১০১টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩৪টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৬৭টি নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১২৮৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৪৯৬জন, ফরিদগঞ্জে ১৫৩জন, মতলব দক্ষিণে ১৪৬জন, হাজীগঞ্জে ১৩০জন, শাহরাস্তিতে ১২৮জন, হাইমচরে ৯৩জন, মতলব উত্তরে ৮৫জন ও কচুয়ায় ৫৪জন।

জেলায় মোট ৬৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৯জন, হাজীগঞ্জে ১৬জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৮জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৫জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, রোববার পর্যন্ত চাঁদপুর থেকে মোট নমুনার পাঠানো হয়েছে ৫৪৫৯টি। রিপোর্ট এসেছে ৫২৯৯টি। রিপোর্ট অপেক্ষমান ১৬০টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১২৮৫জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৭০২জন। চিকিৎসাধীন আছেন ৫১৭জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪৫৬জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪০২জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৫৪জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৮৪০১জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬০৭৯জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩২২জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)