চাঁদপুরে আরো ৩৭জন করোনামুক্ত : নতুন আক্রান্ত ১৯

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে মঙ্গলবার আরো ১৯জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিভিল সার্জন অফিস থেকে প্রদত্ত রিপোর্ট অনুযায়ী ১১জন ও চাঁদপুর করোনা টেস্ট ল্যাবের সর্বশেষ রিপোর্ট থেকে আরো ৮জনের করোনা শনাক্তের তথ্য জানা গেছে।

সিভিল সার্জন অফিসের হিসেব অনুযায়ী আক্রান্ত ১১জনের মধ্যে চাঁদপুর সদরের ২জন, হাইমচরের ১জন, মতলব দক্ষিণের ২জন, ফরিদগঞ্জের ৫জন ও শাহরাস্তির ১জন রয়েছেন। এছাড়া ল্যাবে শনাক্তকৃত ৮জনের পরিচয় বুধবার জানাবে সিভিল সার্জন অফিস।

এদিকে মঙ্গলবার জেলার আরো ৩৭জন করোনা থেকে মুক্ত তথা সুস্থ হয়েছেন। এর মধ্যে চাঁদপুর সদরের ১৬জন, মতলব দক্ষিণের ৩জন, শাহরাস্তির ৫জন, হাইমচরের ৩জন, হাজীগঞ্জের ৫জন ও কচুয়ার ৫জন সুস্থ হয়েছেন।

এ নিয়ে সিভিল সার্জন অফিসের হিসেব অনুযায়ী জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৬৭জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) ৮৩টি রিপোর্ট আসে। এর মধ্যে ১১টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৭২টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৮৬৭জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭৩১জন, ফরিদগঞ্জে ২১৫জন, মতলব দক্ষিণে ২০১জন, শাহরাস্তিতে ১৮৭জন, হাজীগঞ্জে ১৮১জন, মতলব উত্তরে ১৪৬জন, হাইমচরে ১২৮জন ও কচুয়ায় ৭৮জন।

জেলায় মোট ৭৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, মঙ্গলবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৬৯১৫টি। রিপোর্ট এসেছে ৬৮২১টি। রিপোর্ট অপেক্ষমান ৯৪টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৮৬৭জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১২৪০জন। চিকিৎসাধীন আছেন ৫৫২জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৬৪২জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬১৭জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৫জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১০৭২৯জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮২৩৫জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৪৯৪জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)