চাঁদপুরে আরো ৫জনের করোনা শনাক্ত : সুস্থ ৬

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে বুধবার আরো ৫নের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩জন ও মতলব দক্ষিণের ২জন রয়েছেন। একই দিনে করোনামুক্ত হয়েছেন ৬জন। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪জন ও ফরিদগঞ্জের ২জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬০৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮২জন। সুস্থ হয়েছেন ২৪৭৬জন। বর্তমানে চিকিৎসাধীন ৫১জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার (১৬ ডিসেম্বর) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৪০টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫টি করোনা পজেটিভ। বাকী ৩৫টি করোনা নেগেটিভ। বর্তমানে জেলায় আইসোলেশন ভর্তিকৃত রোগীর সংখ্যা ৯জন।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৬০৯জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১১০৯জন, ফরিদগঞ্জে ২৮৯জন, মতলব দক্ষিণে ২৮৯জন, শাহরাস্তিতে ২৪২জন, হাজীগঞ্জে ২২১জন, মতলব উত্তরে ২০১জন, হাইমচরে ১৬৮জন ও কচুয়ায় ৯০জন।

করোনায় জেলায় মোট ৮‌২জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৫জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১২জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

শেয়ার করুন

মন্তব্য করুন