চাঁদপুরে আরো ৫৩জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত ৯৭২জন

বিশেষ প্রতিবেদক :
চাঁদপুরে বৃহস্পতিবার আরো ৫৩জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৩১জন, হাইমচরের ২জন, মতলব দক্ষিণের ৬জন (১জন মৃত), ফরিদগঞ্জের ৯জন, হাজীগঞ্জের ৫জন। নতুন আক্রান্তদের মধ্যে মতলব দক্ষিণে উপসর্গে মৃত বেলায়েত হোসেন (৮৫)ও রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭২। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) ৮৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫৩টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৩৫টি নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৯৭২জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩৮৩জন, মতলব দক্ষিণে ১০৭জন, শাহরাস্তিতে ১০১জন, ফরিদগঞ্জে ১০০জন, হাজীগঞ্জে ৯৫জন, হাইমচরে ৭৫জন, মতলব উত্তরে ৬৮জন ও কচুয়ায় ৪৩জন।

জেলায় মোট ৬০জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৭জন, হাজীগঞ্জে ১৬জন, মতলব উত্তরে ৮জন, ফরিদগঞ্জে ৭জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৪জন ও মতলব দক্ষিণে ৩জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, বৃহস্পতিবার পর্যন্ত চাঁদপুর থেকে মোট নমুনার পাঠানো হয়েছে ৪৬৭২টি। রিপোর্ট এসেছে ৪৩৫৫টি। রিপোর্ট অপেক্ষমান ৩১৭টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ৯৭২জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩৩২জন। চিকিৎসাধীন আছেন ৫৮০জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩৭৩জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৪১জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩২জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৭১৪৯জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৬১৫জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৫৩৪জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)