চাঁদপুরে একদিনেই ৪৪৬জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে একদিনে আরো ৪৪৬জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ১০৬০টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৪২.০৭%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২০৮জন, হাজীগঞ্জের ৪৪জন, ফরিদগঞ্জের ৪৭জন, মতলব উত্তরের ২০জন, মতলব দক্ষিণের ৪২জন, হাইমচরের ৩০, শাহরাস্তির ৫৪জন ও কচুয়ার ১জন রয়েছেন।

একই দিনে ১৬৯জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪৯জন, ফরিদগঞ্জের ২৯জন, হাজীগঞ্জের ১৯জন, মতলব দক্ষিণের ৫জন, মতলব উত্তরের ১৮জন, কচুয়ার ১৯জন, শাহরাস্তির ২৩জন ও হাইমচরের ৭জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০৯৯৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১৭৩জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৭২০৮জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৬১৮জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১১৯জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)