চাঁদপুরে আরো ১৪জনের করোনা শনাক্ত : সদরে ৫০০ ছাড়ালো

বিশেষ প্রতিবেদক :
চাঁদপুরে সোমবার আরো ১৪জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৬জন, মতলব দক্ষিণের ১জন, মতলব উত্তরে ৩জন, হাইমচরের ৪জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৬৬জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, সোমবার (১৩ জুলাই) ৫৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৪টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৪২টি নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১২৯৯জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫০২জন, ফরিদগঞ্জে ১৫৩জন, মতলব দক্ষিণে ১৪৭জন, হাজীগঞ্জে ১৩০জন, শাহরাস্তিতে ১২৮জন, হাইমচরে ৯৭জন, মতলব উত্তরে ৮৮জন ও কচুয়ায় ৫৪জন।

জেলায় মোট ৬৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৯জন, হাজীগঞ্জে ১৬জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৮জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৫জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, সোমবার পর্যন্ত চাঁদপুর থেকে মোট নমুনার পাঠানো হয়েছে ৫৬১২টি। রিপোর্ট এসেছে ৫৩৫৫টি। রিপোর্ট অপেক্ষমান ২৫৭টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১২৯৯জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৭১৬জন। চিকিৎসাধীন আছেন ৫১৭জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪৬৫জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪১৫জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৫০জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৮৪৫৭জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬১৩৫জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩২২জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)