চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ২০৭১

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে বৃহস্পতিবার আরো ৭জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৪জন, ফরিদগঞ্জের ১জন ও শাহরাস্তির ২জন । একই দিনে করোনা থেকে মুক্ত হয়েছেন ৩৩জন। এর মধ্যে চাঁদপুর সদরের ৬জন, মতলব দক্ষিণের ২জন ও মতলব উত্তরের ২৫জন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৭১জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৬জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৬৭টি রিপোর্ট আসে। এর মধ্যে ৭টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ৬০টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২০৭১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮২২জন, ফরিদগঞ্জে ২৪২জন, মতলব দক্ষিণে ২২৪জন, শাহরাস্তিতে ২০৩জন, হাজীগঞ্জে ১৯০জন, মতলব উত্তরে ১৭৭জন, হাইমচরে ১৩৩জন ও কচুয়ায় ৮০জন।

জেলায় মোট ৭৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, বৃহস্পতিবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৮১৯১টি। রিপোর্ট এসেছে ৮১২৮টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ২০৭১জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৬০৩জন। চিকিৎসাধীন আছেন ৩৯২জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৭৮১জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭৫৭জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৪জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১১৫৪৫জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৭১১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৮৩৪জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)