চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ২৬৪০

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে শুক্রবার আরো ৩জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন ও হাইমচরের ১জন। তবে এ দিন কাউকে করোনামুক্ত ঘোষণা করা হয়নি। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৪০জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮৫জন। সুস্থ হয়েছেন ২৫১৫জন। বর্তমানে চিকিৎসাধীন ৪০জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, শুক্রবার (২৫ ডিসেম্বর) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৩৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩টি করোনা পজেটিভ। বাকী ৩৫টি করোনা নেগেটিভ। বর্তমানে জেলায় আইসোলেশন ভর্তিকৃত রোগীর সংখ্যা ৮জন।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৬৪০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১১২৭জন, ফরিদগঞ্জে ২৯৫জন, মতলব দক্ষিণে ২৮৯জন, শাহরাস্তিতে ২৪৫জন, হাজীগঞ্জে ২২১জন, মতলব উত্তরে ২০২জন, হাইমচরে ১৭০জন ও কচুয়ায় ৯১জন।

করোনায় জেলায় মোট ৮৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১২জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)