চাঁদপুরে করোনায় আক্রান্ত নেই!

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে শনিবার ৩৫জনের নমুনা টেস্টের সবগুলোর রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে। অর্থাৎ এ দিন চাঁদপুরে নতুন করে করোনায় আক্রান্ত নেই। তবে এ দিন ৫জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন, মতলব দক্ষিণের ২জন ও ফরিদগঞ্জের ১জন রয়েছেন। ফলে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২৮৫৮জন অপরিবর্তিত রয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা ৮৮জন। সুস্থ হয়েছেন ২৭২৪জন। বর্তমানে চিকিৎসাধীন ৪৬জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, শনিবার (৬ মার্চ) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৩৫টি রিপোর্ট আসে। সবগুলো রিপোর্ট করোনা নেগেটিভ। চাঁদপুরে দীর্ঘদিন পর এদিন কারো করোনা শনাক্ত হয়নি।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৮৫৮জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২৪৪জন, ফরিদগঞ্জে ৩১৪জন, মতলব দক্ষিণে ৩০৮জন, শাহরাস্তিতে ২৫৯জন, হাজীগঞ্জে ২৪৩জন, মতলব উত্তরে ২১০জন, হাইমচরে ১৭৪জন ও কচুয়ায় ১০৬জন।

করোনায় জেলায় মোট ৮৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)