চাঁদপুরে কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্য রোধে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ১৫

শাওন পাটওয়ারী :
চাঁদপুরে শহরে আবার কিশোরগ্যাংয়ের দৌড়াত্ম্য বেড়ে গেছে। সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় মাত্র ৫শ’ টাকা দেনা-পাওনা নিয়ে বড়স্টেশন এলাকায় কিশোরগ্যাংয়ের দু’গ্রুফের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় চাঁদপুর মাছঘাট এলাকার রেল স্টেশনের জানালার কাচ, সিসি ক্যামেরাসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে উভয় গ্রুফ।

এ ঘটনার পর থেকে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দিনভর বড়স্টেশনসহ শহরের বিভিন্ন এলাকায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসিম উদ্দিনের নেতৃত্বে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, কিশোরগ্যাং রোধে চাঁদপুর মডেল থানার সাঁড়াশি অভিযানে ১৫ কিশোরকে আটক করা হয়েছে। পরে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

মন্তব্য করুন