চাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির মিলাদ ও আলোচনা

শাওন পাটওয়ারী :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করেছে চাঁদপুর জেলা বিএনপি। শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম উল্ল্যাহ সেলিম।

যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, যুগ্ম আহবায়ক দেওয়ান শফিকুজ্জামান, কাজী গোলাম মোস্তফা, আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. অ্যাড. শামছুল হক মন্টু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা আইনজীবি ফোরামের সভাপতি অ্যাড. ফেরদৌস মাহমুদ শাহিন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ আন্দোলন সংগ্রামে নিহত সকল রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালে সিপাহী-জনতা গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয়েছিল। আজ সেই ঐতিহাসিক ৭ নভেম্বর। গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনাই হলো আমাদের মূল উদ্দেশ্য। সকল আন্দোলন-সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে। সারা বাংলাদেশ আজ ভোট ও ভাতের অধিকার থেকে বঞ্চিত। আমরা গণতন্ত্রকে মুক্ত করবো, দেশের মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।

বক্তারা আরো বলেন, দেশ স্বাধীন হবার পর বাংলাদেশকে ভারত, রাশিয়া ও গ্রেট ব্রিটেন ছাড়া কেউ স্বীকৃতি দেয়নি। জিয়াউর রহমান বাংলাদেশকে বিশ্বের দরবার থেকে স্বীকৃতি এনে দিয়েছেন। বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো জিয়াউর রহমানের দিকে তাকিয়ে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। জিয়াউর রহমান বলেছিলেন- বিশ্বে আমাদের বন্ধুপ্রতিম দেশ থাকবে কিন্তু প্রভু রাষ্ট্র নয়। এদেশের মানুষ অস্থিতিশীলতায় রয়েছে। এদেশের মানুষকে মুক্ত করতে, ৭ই নভেম্বরের মতো একটি বিপ্লবের প্রয়োজন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)