চাঁদপুরে পুলিশ স্বাস্থ্যকর্মীসহ আরো ৭জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে জনপ্রতিনিধি, পুলিশ, ব্যাংকার, স্বাস্থ্যকর্মীসহ আরো ৭জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৩জন, শাহরাস্তির ৩জন ও হাইমচরের ১জন। সিভিল সার্জন অফিস সূত্রে মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, এ দিন সকালে আরো ২৮জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭জনের রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ২১টি রিপোর্ট নেগেটিভ। এছাড়া সোমবার ভুলক্রমে বাদ পড়া চাঁদপুর সদরের আরো ৩জনকে আক্রান্তের তালিকায় যুক্ত করা হয়েছে মঙ্গলবার। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬২০জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৪৭জন।

চাঁদপুর সদর উপজেলায় আক্রান্ত ৩জন হলেন- নৌ-পুলিশের ১ সদস্য (৩৪), ট্রাক রোডের ১ স্বাস্থ্যকর্মী (৩০) ও ব্যাংক কলোনীর ১ বৃদ্ধ (৬০)। অন্যদিকে হাইমচরে নতুন আক্রান্ত বৃদ্ধার (৬০) বাড়ি আলগী দক্ষিণ ইউনিয়নের পূর্ব চরকৃষ্ণপুর গ্রামে।

শাহরাস্তিতে নতুন আক্রান্তরা হলেন- শাহরাস্তি পৌরসভার প্যানেল মেয়র মোঃ বাহার উদ্দিন বাহার (৪৬), ঠাকুর বাজারস্থ ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা (৪৫) ও পৌরসভার সূয়াপাড়া গ্রামের পুরুষ (৩৬)।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৬২০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৫৪জন, মতলব দক্ষিণে ৭৪জন, হাজীগঞ্জে ৬৬জন, শাহরাস্তিতে ৬৭জন, ফরিদগঞ্জে ৬৩জন, হাইমচরে ৩৪জন, মতলব উত্তরে ৩৩জন ও কচুয়ায় ২৯জন।

জেলায় মোট ৪৭জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৪জন, চাঁদপুর সদরে ১২জন, ফরিদগঞ্জে ৬জন, কচুয়ায় ৫জন, মতলব উত্তরে ৫জন, শাহরাস্তিতে ৩জন ও মতলব দক্ষিণে ২জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, মঙ্গলবার চাঁদপুর আরো ১৬৬জনের নমুনা ঢাকা পাঠানো হয়েছে। এ নিয়ে মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৩৭টি। রিপোর্ট এসেছে ৩২১৬টি। রিপোর্ট অপেক্ষমান ৭২১টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ৬২০জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৭৩জন। চিকিৎসাধীন আছেন ৪০০জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২৮৭জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৫৩জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩৪জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৫৭৪১জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৯৬৩জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৭৭৮জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)