চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২জনের মৃত্যু : অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ফয়েজ আহমেদ :
চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু ও ৪জন আহত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সূত্রে জানা যায়, ঘটনার সময় ১৪ জন কাঠমিস্ত্রি ওই গ্রামের মুন্সি বাড়ির ওসমান গনির বাড়ি থেকে একটি পুরনো ঘর বেপারি বাড়ির শরবত আলীর ভিটায় নিচ্ছিলো। ওই সময় বেপারি বাড়ির সামনে ঘরের একটি চালা বহন করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায়।

এতে ঘটনাস্থলেই ৬ জন আহত হন। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হোসেনপুর গ্রামের মুন্সি বাড়ির রুহুল আমিনের পুত্র সোহাগ হোসেন (৩৫) ও একই গ্রামের মাইঝের বাড়ির ওমর ফারুকের পুত্র লিটন হোসেনকে (১৯) মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন- মুন্সি বাড়ির মৃত মমতাজ উদ্দিনের পুত্র মোঃ দেলোয়ার হোসেন (৫০), মুন্সিগাজি তালুকদার বাড়ির মৃত ছেরাজুল হকের পুত্র মোঃ আক্কাস (৪৫), ঠাকুর বাড়ির মৃত আঃ মান্নানের পুত্র মোঃ আবুল কাশেম (৩৫) ও বেপারি বাড়ির মৃত চান মিয়ার পুত্র সোহাগ মিয়া (৩০)।

নিহত সোহাগের ভাতিজা মেজবাহ উদ্দিন (৬০) জানান, ১৪ জন মিস্ত্রি মিলে শরবত আলীর ঘরের চালা সরিয়ে নিচ্ছিলো। হঠাৎ টিনের চালা বিদ্যুতের তারে জড়িয়ে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আক্কাস ও দেলোয়ার জানান, কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারের সাথে টিনের চালা জড়িয়ে যায়। তারপর আর তাদের কিছুই মনে নেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডাঃ ফারজানা ইয়াসমিন জানান, ঘটনাস্থলেই ২জন মারা গেছেন। আহত ৪ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ রোকন উদ্দিন জানান, ২জনের মৃতদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে একই উপজেলায় অজ্ঞাত মহিলার (৫৫) মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১ টার সময় উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে অজ্ঞাত মহিলাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। থানার উপ-পরিদর্শক মোঃ মাহদী হাসান তাৎক্ষনিক ওই মহিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬ টার সময় তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরেই অজ্ঞাত এই মহিলাকে পাগলিনীর বেশে এলাকার মেহের কালিবাড়ি এলাকায় ঘুরাফেরা ও মাঠের পাশে রাত্রি যাপন করতে দেখা গেছে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, অজ্ঞাত মহিলার পরিচয় শনাক্তে আঙুলের ছাপ সংগ্রহ করে নির্বাচন কমিশনের সহায়তা নেয়া হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)