চাঁদপুরে মঙ্গলবার ৪৮জনের করোনা শনাক্ত : আক্রান্ত ছাড়ালো ৩৪০০

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে মঙ্গলবার আরো ৪৮জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২৬জন, ফরিদগঞ্জের ২জন, মতলব উত্তরের ৮জন, শাহরাস্তির ১জন, মতলব দক্ষিণের ৩জন, হাইমচরের ৩জন, হাজীগঞ্জের ৪জন ও কচুয়ার ১জন রয়েছে। একই দিনে আরো ১৪জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫জন, মতলব দক্ষিণের ১জন, ফরিদগঞ্জের ১জন, হাজীগঞ্জের ৫জন, কচুয়ার ১জন ও শাহরাস্তির ১জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪১১জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৯৩জন। সুস্থ হয়েছেন ২৮৮০জন। বর্তমানে চিকিৎসাধীন ৪৩৮জন। এর মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৩৬জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার (৬ এপ্রিল) দিনভর সারা জেলায় ১৭১জনের নমুনা সংগ্রহ করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৪৮জন করোনায় আক্রান্ত, বাকী ১২৩জনের রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩৪১১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৫৫৪জন, ফরিদগঞ্জে ৩৫৯জন, মতলব দক্ষিণে ৩৩৫জন, হাজীগঞ্জে ৩০০জন, শাহরাস্তিতে ২৯৪জন, মতলব উত্তরে ২৫৫জন, হাইমচরে ১৯৪জন ও কচুয়ায় ১২০জন।

করোনায় জেলায় মোট ৯৩জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩২জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৫জন ও হাইমচরে ১জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)