চাঁদপুরে যুবকদের প্রচেষ্টায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মেঘনা এক্সপ্রেস ট্রেন

কবির হোসেন মিজি :
চাঁদপুর সদর উপজেলার মৈশাদীতে যুবকদের প্রচেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি। এতে ট্রেনে থাকা কয়েকশ’ যাত্রী দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।

জানা যায়, ২১ জুলাই মঙ্গলবার ভোর ৫টায় আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর রেলওয়ের বড়স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে যাচ্ছিল।

এদিকে সোমবার দিন ও রাতের টানা বৃষ্টির কারণে সাবেক মৈশাদী ইউনিয়নের (বর্তমানে পৌরসভার ১৩নং ওয়ার্ড) মির্জাপুর এলাকার বড় পুলের পূর্ব পাশে থাকা একটি গাছ ভেঙ্গে রেল লাইনের ওপর পড়ে থাকে।

বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকার নোমান, কাওছার, জাহিদ, দ্বীন ইসলাম গাজী মেঘনা ট্রেনকে সিগনাল দিয়ে থামায়। পরে আরিফ মিজি বাড়ি থেকে কুঠার নিয়ে এসে গাছ কাটার চেষ্টা করে। কিন্তু কুঠার ভেঙে যায়।

পরবর্তীতে মোঃ কাওছার করাত এনে গাছ কেটে ট্রেন যাওয়ার ব্যবস্থা করেন। যাত্রী এবং ট্রেনের চালকরা মনে করছেন ওইসব যুবকরা যদি ট্রেনটি সিগনাল দিয়ে না থামাতো তাহলে হয়তো বা বড় কোন দুর্ঘটনা ঘটার আশংকা ছিল।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)