চাঁদপুরে রেপিড এন্টিজেন পদ্ধতিতে করোনা টেস্ট শুরু : ২০ মিনিটেই রিপোর্ট

চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরে রেপিড এন্টিজেন পদ্ধতিতে করোনা টেস্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) প্রথম বারের মতো চাঁদপুর সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই পদ্ধতিতে করোনা টেস্ট করা হয়। এ দিন ৮টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে রেপিড এন্টিজেন টেস্ট পদ্ধতিতে, সেখানে ২জনের পজিটিভ এসেছে। তবে আরটিপিসিআর কেন্দ্রেও নমুনা পরীক্ষা অব্যাহত রয়েছে।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, দ্রুত করোনা টেস্টের ফলাফল জানতে বৃহস্পতিবার থেকে চাঁদপুরের সব উপজেলায় রেপিড এন্টিজেন্ট পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে এই পদ্ধতিতে মাত্র ২০ মিনিটে করোনা টেস্টের রিপোর্ট জানা যায়। এর ফলে উপজেলা পর্যায়ে ব্যাপক সংখ্যক লোককে করোনা টেস্টের আওতায় আনা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)