চাঁদপুরে শনিবার ২৬৭জনের করোনা পজেটিভ : শনাক্ত ৩৫.৬৯%

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ২৬৭জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৭৪৮টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩৫.৬৯%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শনিবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে। একই দিনে করোনায় মারা গেছেন ৪জন।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭১জন, হাজীগঞ্জের ৩০জন, ফরিদগঞ্জের ৩১জন, মতলব দক্ষিণের ১জন, হাইমচরের ২৫জন, শাহরাস্তির ১৩জন, কচুয়ার ৪৩জন ও মতলব উত্তরের ৫৩জন রয়েছেন।

একই দিনে ৩৩৭জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৫৪জন, ফরিদগঞ্জের ৪৮জন, মতলব দক্ষিণের ৪৪জন, কচুয়ার ২৩জন, মতলব উত্তরের ১২জন, শাহরাস্তির ৫৬জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩২৭৭জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১৭জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১০০৫৩জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩০০৭জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৯০জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন