চাঁদপুরে শুক্রবার ১৩০জনের করোনা পজেটিভ : রেপিড অ্যান্টিজেন্ট হয়নি

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে শুক্রবার আরো ১৩০জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৩০৭টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৪২.৩৪%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শুক্রবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে। তবে এ দিন সাপ্তাহিক ছুটির কারণে জেলার কোথাও রেপিড অ্যান্টিজেন্ট টেস্ট হয়নি।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭৮জন, হাজীগঞ্জের ৮জন, ফরিদগঞ্জের ১২জন, মতলব উত্তরের ৪জন, মতলব দক্ষিণের ১৯জন, হাইমচরের ৩, কচুয়ার ৩জন ও শাহরাস্তির ৩জন রয়েছেন।

একই দিনে ১৯০জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭৩জন, ফরিদগঞ্জের ২৮জন, হাজীগঞ্জের ২৫জন, মতলব দক্ষিণের ১২জন, মতলব উত্তরের ১৩জন, কচুয়ার ১০জন, শাহরাস্তির ২৫জন ও হাইমচরের ৪জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১৮৩৮জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯০জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৭৫৫৯জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪০৮৯জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১১৪জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন