চাঁদপুরে সাঁটার বন্ধ করে বিক্রি : ১৯জনকে জরিমানা

শরীফুল ইসলাম :
চাঁদপুর শহরে মার্কেটের সাঁটার বন্ধ করে পণ্য সামগ্রী বিক্রি করার অভিযোগে ১৯জনকে ২০ হাজার ৫০০ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে শহরের কালীবাড়ি মন্দিরের সামনের নুর ম্যানশন ও বাসস্ট্যান্ড এলাকায় কঠোর লকডাউনের দ্বিতীয় দফায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহীনির টহল কমান্ডার ক্যাপ্টেন মো. সায়েম আকতার।

ইউএনও জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য মার্কেটের ব্যবসায়ীরা বেচা-বিক্রি করছিলেন। তারা ক্রেতাদেরকে ভিতের প্রবেশ করিয়ে মার্কেটের বাহিরের সাঁটার বন্ধ রাখে। পরবর্তীতে ক্রেতা ও বিক্রেতা সবাইকে স্বাস্থ্যবিধি আইনে জরিমানা করা হয়। আমরা শহরের প্রত্যেটি স্থানে কঠোর ভাবে নজরদারী করছি। আইন অমান্য করলেই জরিমানা করা হবে।

 

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)