চাঁদপুরে ২জনের করোনা টেস্ট!

মার্চে বিদেশ প্রত্যাগত লোকসংখ্যা ৫১৪৬ ॥ ছুটিতে ঢাকা থেকে এসেছে বেশুমার

তালহা জুবায়ের :
দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্তের পর চাঁদপুর জেলায় এখন পর্যন্ত মাত্র ২জনের করোনা টেস্ট করা হয়েছে। টেস্টের ফলাফলে জানা গেছে, তারা দু’জন করোনায় আক্রান্ত নন। এছাড়া সন্দেহভাজন বহু রোগীর সন্ধান মিললেও আর কারো করোনা টেস্ট করা হয়নি।

এর ফলে চাঁদপুরে প্রকৃতপক্ষে কতজন করোনায় আক্রান্ত তা জানা সম্ভব হচ্ছে না। এতে করে কেউ আক্রান্ত হয়ে থাকলে তার মাধ্যমে দ্রুত রোগটির সংক্রমণের আশঙ্কা থাকবে।

তবে আশার কথা হচ্ছে- ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগের জেলাসমূহের সন্দেহভাজন লোকদের করোনা টেস্ট করার জন্য চট্টগ্রামে একটি নতুন পরীক্ষাগার চালু হচ্ছে।

এছাড়া জেলা সদর হাসপাতালেও সন্দেহভাজন লোকদের করোনা টেস্টের নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে। এর ফলে করোনা টেস্ট আগের চেয়ে অনেক সহজ ও দ্রুত হবে বলে আশা করছেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

চাঁদপুরে জ্বর, সর্দি, কাশি রোগীর সংখ্যা বেশি হলেও করোনা ভাইরাস সনাক্তে মঙ্গলবার পর্যন্ত ২জন ব্যতিত কারোই রোগ নির্ণয়ের নমুনা পরীক্ষা করা হয়নি। এর মধ্যে একজন মতলব উত্তরের এবং আরেকজন মানিকগঞ্জ থেকে আসা তরুণ হকার।

জানা যায়, মতলব উত্তরের বিদেশ ফেরত একজনকে প্রথম করোনা টেস্ট করা হয়। তার রেজাল্ট নেগেটিভ আসে। অন্যদিকে গত শুক্রবার চাঁদপুর লঞ্চঘাটে অসুস্থ এক তরুণকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আইসোলেশন ইফনিটে রাখা হয়। টেস্টে তার ফলাফলও করোনা নেগেটিভ আসে। পরে জানা যায়, সে যক্ষ্মা রোগে আক্রান্ত।

সিভিল সার্জন অফিস ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চাঁদপুরে ৫১৪৬জন বিভিন্ন দেশ থেকে চাঁদপুরে এসেছেন। আর দেশে সাধারণ ছুটি ঘোষণার পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদপুর এসেছেন বেশুমার লোক। এত বিপুল সংখ্যক প্রবাসী করোনা টেস্টের আওতার বাইরে থাকায় তাদের নিয়ে খোদ চিকিৎসকরাও চিন্তিত।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্ল্যাহ জানান, এখন পর্যন্ত আমরা ২জনের করোনা টেস্ট করিয়েছি। তাদের কারো শরীরে করোনা নেই। এছাড়া কারোর নমুনা পরীক্ষা হয়নি কিংবা নমুনা পরীক্ষা করার তেমন কাউকে অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

মন্তব্য করুন