চাঁদপুরে ২২৫জনের করোনা পজেটিভ : সুস্থ ৩৬৫জন

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ২২৫জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৬৭৩টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩৩.৪৩%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, রোববার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১১৭জন, হাজীগঞ্জের ২৫জন, ফরিদগঞ্জের ২৭জন, মতলব দক্ষিণের ৪জন, হাইমচরের ২জন, শাহরাস্তির ৭জন, কচুয়ার ২৭জন ও মতলব উত্তরের ১৬জন রয়েছেন।

একই দিনে ৩৬৫জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১০০জন, ফরিদগঞ্জের ৩৯জন, হাজীগঞ্জের ৭২জন, মতলব দক্ষিণের ২২জন, কচুয়ার ১৯জন, হাইমচরের ৩৭জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তির ৬৬জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৫০২জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১৮জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১০৪১৮জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৮৬৬জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৬৮জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)