চাঁদপুরে ৩জনের করোনা শনাক্ত, সুস্থ আরো ৫জন

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে বৃহস্পতিবার আরো ৬৩জনের করোনা শনাক্ত হয়েছে। এরা সবাই চাঁদপুর সদর উপজেলার। একই দিনে করোনা থেকে সুস্থ ঘোষণা করা হয়েছে ৫জনকে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন, হাইমচরের ১জন, মতলব দক্ষিণের ১জন ও শাহরাস্তির ১জন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩৮৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৮জন। সুস্থ হয়েছেন ২২১৫জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৯২জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৩৪টি রিপোর্ট আসে। এর মধ্যে করোনা পজেটিভ ৩টি। বাকী ৩১টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৩৮৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯৬৮জন, ফরিদগঞ্জে ২৭৩জন, মতলব দক্ষিণে ২৬৬জন, শাহরাস্তিতে ২৩২জন, হাজীগঞ্জে ২০৩জন, মতলব উত্তরে ১৯৮জন, হাইমচরে ১৬০জন ও কচুয়ায় ৮৫জন।

জেলায় মোট ৭৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৩জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)