চাঁদপুরে ৩৭জনের রিপোর্টে ১৬জনের করোনা শনাক্ত : মৃত বেড়েছে ১জন

বিশেষ প্রতিবেদক :
চাঁদপুরে বৃহস্পতিবার আরো ১৬জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে হাইমচরের ৬জন, কচুয়ার ৫জন, চাঁদপুর সদরের ১জন, মতলব দক্ষিণের ১জন, মতলব উত্তরে ৩জন রয়েছেন। চাঁদপুর সদরে শনাক্তকৃত ব্যক্তির নাম নূর মোহাম্মদ (৬৫)। তিনি গত রোববার করোনার উপসর্গে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তির ১০ মিনিটের মধ্যে মারা গিয়েছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া এলাকায়।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮২জন। মৃতের সংখ্যা বেড়ে হলো ৬৭জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) ৩৭টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৬টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ২১টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৩৮২জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫২৩জন, ফরিদগঞ্জে ১৬৬জন, মতলব দক্ষিণে ১৫৯জন, হাজীগঞ্জে ১৩৪জন, শাহরাস্তিতে ১৪১জন, হাইমচরে ১০৬জন, মতলব উত্তরে ৯৪জন ও কচুয়ায় ৫৯জন।

জেলায় মোট ৬৭জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০জন, হাজীগঞ্জে ১৬জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৮জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৫জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, বৃহস্পতিবার পর্যন্ত চাঁদপুর থেকে ঢাকায় প্রেরণকৃত মোট নমুনার সংখ্যা ৫৭৫৯টি। রিপোর্ট এসেছে ৫৫৩৮টি। রিপোর্ট অপেক্ষমান ২২১টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৩৮২জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৭৯১জন। চিকিৎসাধীন আছেন ৫২৪জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪৮৭জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৬২জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৫জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৮৭৮৯জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৪৩৯জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩৫০জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)