চাঁদপুরে ৫৯জনের করোনা পজেটিভ : ২জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ৫৯জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৩১৯টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ১৮.৪৯%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে। এদিন করোনায় আক্রান্ত ২জনের মৃত্যু হয়েছে।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৮জন, হাজীগঞ্জের ৮জন, ফরিদগঞ্জের ৫জন, শাহরাস্তির ৯জন, মতলব দক্ষিণের ১জন, কচুয়ার ৩জন, মতলব উত্তরের ১৩জন ও হাইমচরের ২জন রয়েছেন।

একই দিনে ১৫৩জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৬৪জন, ফরিদগঞ্জের ১৪জন, হাজীগঞ্জের ২৯জন, মতলব দক্ষিণের ১৯জন, মতলব উত্তরের ৬জন, কচুয়ার ১৬জন, হাইমচরের ১জন, শাহরাস্তির ৪জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪১৯৬জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২৫জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১২৫৩৫জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৪৩৬জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৫৪জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)