চাঁদপুর জেলায় প্রথম হ্যালিপ্যাড নির্মাণ

জহিরুল ইসলাম জয় :
চাঁদপুর জেলায় এই প্রথম হাজীগঞ্জ বিজনেস পার্ক ট্রেড সেন্টারের ১৪তলার ছাদে হেলিকপ্টার অবতরণের লক্ষ্যে হেলিপ্যাড নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকালে নির্মাণ কাজ উদ্বোধন করেন আধুনিক হাজীগঞ্জের রূপকার, মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা, বড় মসজিদের মোতাওয়াল্লী অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটোয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বড় মসজিদের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ, মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ, ব্যারিস্টার শহরিয়ার আহমেদ, আহমাদিয়া ফাউন্ডেশনের পরিচালক মুফতি শেখ এনামুল হক ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, হাজীগঞ্জকে দেশের আধুনিক শহরে রূপান্তরিত করার লক্ষে ড. মো. আলমগীর কবির পাটোওয়ারী একের পর এক চমক দেখিয়ে আসছেন। তার হাতের ছোঁয়ায় ঐতিহাসিক বড় মসজিদের কারুকাজ, রজনীগন্ধা সুপার মার্কেট, হাজীগঞ্জ টাওয়ার মার্কেট, মকিমউদ্দিন শপিং মার্কেট ও সর্বশেষ বিজনেস পার্ক ট্রেড সেন্টার যেখানে গড়ে উঠেছে, হোটেল রেস্তোরা, আবাসিক হোটেল, কমিউনিটি সেন্টার, পার্টি সেন্টার, পার্ক, হাসপাতাল, ব্যাংক, বীমাসহ প্রায় ৫ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)