চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে আবারো ফেরি চলাচল বন্ধ

মোরশেদ আলম :
ঘন কুয়াশার কার‌ণে চাঁদপুর-শরীয়তপুর নৌরু‌টে আবারো ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে ঘাট কর্তৃপক্ষ। এতে নদী পা‌রের অ‌পেক্ষায় পাড়ে আটকা পড়ে‌ছে যাত্রীবা‌হী বাস, প্রাই‌ভেটকার, মাই‌ক্রোবাস ও পণ্যবাহী ট্রাকসহ ক‌য়েকশ যানবাহন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত ১০ টা দি‌কে মেঘনার কুয়াশার ঘনত্ব বে‌ড়ে গে‌লে নৌ-দুর্ঘটনা এড়া‌তে এ রু‌টে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

এর আগে সোমবার (৭ ডিসেম্বর) রাত ৯ টা থেকে ফেরী চলাচল বন্ধ রেখেছিলো ঘাট কর্তৃপক্ষ। যদিও পরে মঙ্গলবার সকাল ১১ টায় দিকে আবারো ফেরি চলাচল স্বাভাবিক হয়। কিন্তু দিন শেষে রাত ১০ টায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-পথে দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে আবারো ফেরী চলাচল বন্ধ করা হয়েছে।

এ‌দি‌কে ফে‌রি বন্ধ থাকায় চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছে যানবাহ‌নের চালক ও যাত্রীরা।

‌বিআইড‌ব্লিউ‌টি‌সি চাঁদপুর হরিনা ঘাটের ম্যানেজার ফয়সাল আহমেদ জানান, নদী‌তে কুয়াশার ঘনত্ব আবারো বে‌ড়ে যাওয়ায় রাত ১০ টা থে‌কে ফে‌রি চলাচল বন্ধ রাখা হ‌য়ে‌ছে। কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফে‌রি চলাচল চালু হবে।

শেয়ার করুন

মন্তব্য করুন