চাঁদপুর শহরের রাস্তা প্রশস্তকরণে উচ্ছেদ অভিযান

শাওন পাটওয়ারী :
চাঁদপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণে ড্রেন ও ফুটপাত নির্মাণে উচ্ছেদ অভিযান শুরু করেছে চাঁদপুর পৌরসভা। পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে শহরের বাসস্ট্যান্ড থেকে চিত্রলেখা মোড় পর্যন্ত রাস্তা প্রশস্তকরণে ড্রেন ও ফুটপাত নির্মাণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার জায়গা অবৈধ দখলদার থেকে রক্ষায় তালতলা এলাকা ও শেখ হাসিনা ছাত্রী নিবাসের পেছনে অভিযান করা হয়।

অভিযানে চাঁদপুর পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, চান মিয়া মাঝি, বাজার পরিদর্শক জায়েদুর রহমান জহির, সার্ভেয়ার মনিরুজ্জানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর পৌরসভার বাজার পরিদর্শক জায়েদুর রহমান জহির জানায়, ৯নং ওয়ার্ডের শেখ হাসিনা ছাত্রী নিবাসের পেছনে ভবন করার নামে চাঁদপুর পৌরসভার চলাচলের ৬ ফুট রাস্তা বন্ধ করে দেওয়া হয়। চলাচলের রাস্তা বন্ধ করে রাখার স্থানটি উচ্ছেদ করে দেয় পৌরসভা।

এছাড়া তালতলা এলাকার এলজিডির সাথের নোভা প্যালেস ভবনটি চাঁদপুর পৌরসভার কয়েক ফুট জায়গা অবৈধভাবে দখল করে রাখে। চাঁদপুর পৌরসভা নিজ জায়গা রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে। তিনি আরোও জানায়, রাস্তা প্রশস্তকরণে ড্রেন ও ফুটপাত নির্মাণে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে চাঁদপুর শহরের বিভিন্ন সড়ক ফুটপাত দখল করে যান চলাচল ও পথচারীদের বিঘ্নতা সৃষ্টি করছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল ও ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানীরা। এ ব্যাপারে বিগত দিনে পৌর কর্তৃপক্ষ তেমন কোন জোরালো পদক্ষেপ না নিলেও এবার পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জোরালোভাবে মাঠে নেমেছে পৌর কর্তৃপক্ষ। পৌর মেয়রের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)