চাঁদপুর শহরে পরিবহনে মোবাইল কোর্ট, ১০টি মামলা

শরীফুল ইসলাম :
জেলা প্রশাসনের উদ্যোগে পরিবহনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার শহরের ষোলঘর এলাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ এবং মাস্ক না পরার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন।

তিনি জানান, গাড়িতে হেলমেট না থাকা, গাড়ির কাগজপত্র ঠিক না থাকা, গাড়ির লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স না থাকা ইত্যাদি অপরাধের জন্য ১০টি মামলায় ৪ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মাস্ক না পরে সরকারি আদেশ অমান্য করার অপরাধে ৩টি মামলায় ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট অভিযানে বিআরটিএ পরিদর্শক জিয়াসহ জেলা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)