চাঁদপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘন্টায় ১২জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরো ১২জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে ৫জনের করোনা পজেটিভ ও অন্যরা করোনার উপসর্গে ভুগছিলেন। সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বুধবার এ তথ্য জানান।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন চাঁদপুর সদরের মহামায়া এলাকার মান্দারী গ্রামেরমমতাজ বেগম (৪৫), কচুয়া উপজেলার রহিমানগর এলাকার শাহারপাড় গ্রামের আঃ জলিল (৭৯), মতলব উত্তরের এনায়েতনগরের ফতেপুর গ্রামের আয়েশা বেগম (৭৫), হাজীগঞ্জের শ্রীপুর এলাকার শাহানারা বেগম (৫০) ও মতলব দক্ষিণের বোয়ালিয়া এলাকার সুভাস চন্দ্র বল (৫৫)।

এছাড়া করোনার উপসর্গে মৃতরা হলেন- চাঁদপুর সদরের বাবুরহাট সংলগ্ন খলিসাডুলির ইসমাইল (৭০), ফরিদঞ্জের পশ্চিম বড়ালী এলাকার তাহাজুতনেছা (৭৭), চাঁদপুর শহরের মিশন রোড এলাকার সাইদ পাটোয়ারী (৬৫), ফরিদগঞ্জের উত্তর হাসা এলাকার খাদিজা (৭০), চাঁদপুর সদরের মধ্য মৈশাদীর আলী আশরাফ (৭৬), হাজীগঞ্জের শ্রীপুর এলাকার শাহনাজ (৪৫) ও হাইমচরের আলগী এলাকার মহিউদ্দিন (৬৫)।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)