চাঁদপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ২জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার আরো ২জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন রাতে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসার পর ভোরে মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়নি। অন্যদিকে বিকেলে করোনার উপসর্গে চিকিৎসাধীন আরেকজন মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, পুরানবাজারের পূর্ব জাফরাবাদ এলাকার আমেনা বেগম (৭৫) মঙ্গলবার (সোমবার দিবাগত) রাত দেড়টার দিয়ে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের ভর্তির পর ভোর রাত ২টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়নি। তাই তার করোনায় আক্রান্তের বিষয়টি আর জানার সুযোগ নেই।

অন্যদিকে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপর্দি গ্রামের হারুন গাজী (৫৫) মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রাতে রিপোর্ট জানা যাবে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)