দেশে করোনায় মোট মৃত ৩৪, মোট শনাক্ত ৬২১

নিজস্ব প্রতিবেদক :
মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ১৩৯জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২১জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরো ৪জনের। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪জনে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩৯জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ফলে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৬২১। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৪জন মারা গেছেন। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪জনে। নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে ৩জন পুরুষ এবং ১জন নারী। এছাড়া যারা আগে থেকে আক্রান্ত, তাদের মধ্যে আরো ৩জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে মোট সুস্থ হয়েছেন ৩৯জন।

বুলেটিনে বলা হয়, বর্তমানে সারাদেশে মোট ২০ হাজার ৫২৫জন কোয়ারেন্টাইনে আছেন। তাদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯ হাজার ১১১জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এক হাজার ৪১৪জন আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)