পরিশুদ্ধ ইভিএমের মাধ্যমে চাঁদপুর পৌর নির্বাচন দেখতে চাই : বিএনপি

শাওন পাটওয়ারী :
আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিপণীবাগস্থ আক্তার মাঝির ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যালয়ে তা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর পৌরসভার নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. সলিমুল্লা সেলিম ও মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন।

এ সময় তারা বলেন, বহু আগে থেকেই আমরা ইভিএমের বিরুদ্ধে বিরোধিতা করে আসছি। বিশ্বের বিভিন্ন দেশে এর মাধ্যমে ভোট করচুপি হয়েছে। জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভায় গিয়েছি। সেখানে ইভিএমে ভোট প্রয়োগের ভিডিও ডকুমেন্টরি দেখানো হয়েছে।

ভিডিওতে দেখলাম একজন ভোটার গোপন কক্ষে গিয়ে ইভিএমে ভোট দিলেন জ-তে, ভোট গেল ঘ-তে। আমরা তাৎক্ষণিক আপত্তি জানিয়েছি। এভাবেই ধানের শীষের ভোট চুরি হয়। কিন্তু নির্বাচন কর্মকর্তা দুঃখ প্রকাশ ছাড়া কোন উত্তর দিতে পারেনি।

আমরা কারচুপির ইভিএমে চাঁদপুর পৌরসভা নির্বাচন চাই না। আমরা পরিশুদ্ধ ইভিএমের মাধ্যমে চাঁদপুর পৌরসভার নির্বাচন দেখতে চাই। ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ইভিএম মেশিন তৈরি করা হয়েছে। সেই মেশিন দিয়ে চাঁদপুর পৌরসভার নির্বাচন করতে আমরা জোর দাবি করেছি। ভারতের বাতিল ইভিএমে আমরা ভোট চাই না।

ইভিএম মেশিনে যেভাবে সফটাওয়ার সেট করা হবে সেইভাবেই ভোট গ্রহণ হবে। ইভিএম একটা কারসাজির একটা বাক্স। আমরা কারসাজি মার্কা ইভিএম মেশিন চাই না, সঠিক ও পরিশুদ্ধিত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হউক।

এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবলু, যুগ্ম আহবায়ক মুনির চৌধুরী, দেওয়ান সফিকুজ্জামান, সেলিমুছ সালাম, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার প্রমুখ।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)