পুরানবাজারে আওয়ামী লীগ অফিস ভাংচুরের অভিযোগ : অভিযুক্তরা বলছে সাজানো ঘটনা

কবির হোসেন মিজি :
চাঁদপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা পার্টি অফিসে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির ছবি ব্যানার-ফেস্টুন ভাঙচুর করে পালিয়ে যায়।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে পুরানবাজার পূর্ব জাফরাবাদ এলাকার সাম গাজী সড়কের পাশে ওয়ার্ড আওয়মী লীগের অস্থায়ী কার্যালয়ে এ ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর পুরানবাজার ফাঁড়ি পুলিশ ও দলীয় নেতা-কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ হাসান অভিযোগ করে বলেন, আমরা জুম্মার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। এই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় একদল সন্ত্রাসী আমার দলীয় কার্যালয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। তারা কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর ছবিসহ দলীয় ব্যানার-ফেস্টুন ভাংচুর করে পালিয়ে যায়।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)