ফরিদগঞ্জে করোনার উপসর্গে ১ ব্যক্তির মৃত্যু, নমুনা সংগ্রহ

ঋষিকেশ :
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফরিদগঞ্জে চান মিয়া পাটোয়ারী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ফরিদগঞ্জ পৌরসভার কাচিয়ারা এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান। আগের দিন বুধবার তিনি নারায়ণগঞ্জ থেকে নিজ এলাকায় এসেছিলেন। করোনার সন্দেহভাজন হিসেবে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছে।

মৃত ব্যক্তি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে স্থানীয় লোকজন জানান। তারা আরো জানান, ওই ব্যক্তি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকা থেকে অসুস্থ অবস্থায় বুধবার (১৩ মে) স্বপরিবারে নিজ বাড়ি ফরিদগঞ্জ পৌর এলাকার রাজা পাটোয়ারীতে আসেন।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান ডা. আশরাফ আহমেদ চৌধুরী বলেন, আমাদের চিকিৎসকসহ টিম যেয়ে মৃতের শরীরে করোনার উপসর্গ দেখতে পাননি। তবে স্থানীয় লোকজনের দেওয়া তথ্য ও তাদের দাবির প্রেক্ষিতে মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা। তবে সন্দেহভাজন হিসেব তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছে

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)