ফরিদগঞ্জ পৌর নির্বাচনে ককটেল বিস্ফোরণ, প্রার্থীসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক :
উত্তেজনা ও উত্তাপের মধ্য দিয়ে ফরিদগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল অনেক। কিন্তু বিএনপি প্রার্থীর ভোট বর্জনের খবর ছড়িয়ে পড়লে ভোটারের সংখ্যা কমতে শুরু করে।

এদিকে উপজেলার কাছিয়ারা আলিম মাদ্রাসা কেন্দ্রে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। এ সময় কেন্দ্রের বাইরে পরপর ৪টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত কাউন্সিলর প্রার্থী মো. আলী হায়দার (টিপু) পাঠানকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফরিদগঞ্জের কাছিয়ারা আলিম মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আইয়ুব আলী বলেন, এ কেন্দ্রে ১০জন কাউন্সিলর প্রার্থী। মূলত তাদের কারণেই কেন্দ্রে সহিংসতা ঘটেছে। ভয়ে ভোটাররাও চলে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা পরিস্থিতি স্বাভাবিক করেছি। তবে নির্বাচন সুষ্ঠুভাবে করতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)