বৃষ্টি হলেই ডুবে যায় চাঁদপুর শহরের অনেক সড়ক

শরীফুল ইসলাম :
চাঁদপুরে টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শনিবার রাতভর বৃষ্টি হয়েছে থেমে থেমে। এর মধ্যে জোয়ারও শুরু হয়। এতে পানি জমে জলাবদ্ধতা হওয়ায় দুর্ভোগে পড়েন শহরবাসী।

বৃষ্টি আর জোয়ারের পানিতে শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড, নাজিরপাড়া, প্রফেসরপাড়া, মমিনপাড়া, রহমতপুর কলোনী, চাঁদপুর সরকারি কলেজ রোড, মুক্তিযোদ্ধা সড়ক, ট্রাক রোড, পালবাজার, কালীবাড়িসহ শহরের নিচু এলাকাগুলো তলিয়ে যায় পানিতে।

এ সময় অনেক জায়গায় মসজিদ, বাসা-বাড়ি, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকেছে। রোববার দুপুরে পানিবন্দী মানুষেরা বৃষ্টির পানি নিষ্কাশন করতে দেখা গেছে। রাতের প্রচন্ড বৃষ্টিতে দোকানপাট ও বাসা-বড়িতে পানি ঢুকায় অনেকেই দুর্ভোগে পড়েছেন।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, চাঁদপুরে গত ২৪ ঘন্টার ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে রোববার ভোর ৬টা থেকে সকাল ১০ পর্যন্ত ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বৃষ্টির মধ্যে বাতাসের গতিবেগ নিয়ন্ত্রণে ছিল। এছাড়া চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শহরবাসী জানায়, প্রতিবছর বর্ষার মৌসুমে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা দেখা দেয়। মূলত পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে কাজ না করাতেই এই অবস্থা। এছাড়া নির্মাণ কাজের জন্য চলছে খোঁড়াখুঁড়ি। এতে দুর্ভোগ আরো বেড়ে গেছে।

সড়কে বৃষ্টিতে জলাবদ্ধতা কয়েক ঘন্টায়ও পানি নামে না। এমনিতে রাস্তার অস্তিত্ব নেই। পানি মাড়িয়ে ঝুঁকি নিয়ে চলছে গাড়ি। কবে এই জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রেহাই পাবে শহরবাসী।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)