মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা বেড়ি বাঁধের ভাঙন পরিস্থিতি স্থিতিশীল

আল-ইমরান শোভন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের জনতা বাজার এলাকায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়ি বাঁধের ভাঙন পরিস্থিতি স্থিতিশীল ও উন্নতির দিকে। রাতের পর ভাঙন বন্ধ রয়েছে। তবে এখনো ঝুঁকিমুক্ত হয়নি বাঁধসহ ওই এলাকাটি।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার শনিবার দুপুরে চাঁদপুর প্রবাহকে জানান, ভাঙন কবলিত স্থানে বালিভর্তি ৮ হাজার বস্তা (জিইও টেক্সটাইল ব্যাগ) ফেলার কাজ শুরু হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ২ হাজার ব্যাগ ফেলা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখনো ঝুঁকিমুক্ত হয়নি এলাকাটি।

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জনতা বাজার এলাকায় হঠাৎ করে বাঁধে ভাঙন দেখা দেয় বলে স্থানীয়রা জানান। হঠাৎ ভাঙনে ওই এলাকার হাজার হাজার মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। তবে বাঁধের ভেতর পানি প্রবেশ করেনি।

বাঁধ রক্ষায় প্রথমে স্থানীয়রা বাঁশ, গাছ, ডালপালা দিয়ে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করে। পরে পাউবোর মাধ্যমে রাতেই বালিভর্তি জিইও টেক্সটাইল ব্যাগ ফেলা শুরু করে। ভাঙন পরিস্থিতি স্থিতিশীল থাকায় জনমনে আতঙ্কও কমে এসেছে। তবে এখনো শঙ্কামুক্ত নন স্থানীয়রা।

খবর পেয়ে শুক্রবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার আরো জানান, ১৫০ মিটার এলাকায় ধনাগোদার ভাঙন দেখা দিয়েছে। ওই এলাকায় নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় ঝুঁকি অনেকটা কম। পানি বেশি থাকলে পরিস্থিতি আরো খারাপ হতে পারতো।

শেয়ার করুন

মন্তব্য করুন