যুগ্ম জজের চুরি হওয়া মোবাইল ১০ মাস পর উদ্ধার : আটক ১

নিজস্ব প্রতিবেদক :
গতবছরের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় চাঁদপুরের যুগ্ম জেলা জজ শাহেদুল করিমের ব্যক্তিগত মোবাইল ফোন (OPPO F3 মডেল) সেট চুরি হয়। ওই দিন শহরের স্টেডিয়াম রোডস্থ কাউছার মঞ্জিলের সামনের রাস্তায় গাড়ি থেকে দুইজন অজ্ঞাতনামা চোর মোবাইল সেটটি চুরি করে নিয়ে যায়।

ডিবি পুলিশ পরিদর্শক মোঃ মহিউদ্দিন ও এসআই অনুপ চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ রোববার (১৯ জুলাই) রাত ২টা ৫০ মিনিটের সময় চাঁদপুর লঞ্চঘাটস্থ মাঠে অভিযান চালিয়ে ফোনটি উদ্ধার করে। এ ঘনায় আসামী মোহাম্মদ আলী তপাদার (২১), পিতা- খলিল তপাদার, মাতা- শাহানারা বেগম, সাং- মেরকাটিজ রোড (রানুর বাসার ভাড়াটিয়া), পুরানবাজার, থানা ও জেলা- চাঁদপুরকে আটক করে।

ডিবি পুলিশ জানিয়েছে, আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে। চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম-বার এর সার্বিক দিকনির্দেশনায় ওসি ডিবি রনজিত কুমার বড়ুয়ার তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)