লক্ষ্মীপুরে নির্বাচনী সহিংসতায় চাঁদপুর সদর হাসপাতালে ছাত্রলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় নির্বাচনী সহিংসতায় সাজ্জাদ হোসেন সজিব নামের ওয়ার্ড ছাত্রলীগের এক সভাপতি গুরুতর আহত হয়। এরপর দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা করেন।

রোববার বিকেল ৪টায় রামগঞ্জ উপজেলার ইছাপুরা ইউনিয়নের নয়নপুর ভোটকেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে। নিহত সজিব ইছাপুরা ইউনিয়ন ৩নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের নয়নপুর গ্রামের মৃত হাজী সাত্তারের ছেলে।

স্বজনরা জানায়, রোববার বিকেল চারটায় নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় মাথায় আঘাতপ্রাপ্ত হয় সে। পরে তাকে দ্রুত সেখান থেকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান মো. ওমর ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে তাকে মৃত ঘোষণা এবং তার পরিবারকে অবহিত করা হয়।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)