শাহরাস্তিতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এনজিওকর্মীর মৃত্যু

ফয়েজ আহমেদ :
শাহরাস্তিতে বেপরোয়া হাইড্রোলিক ট্রাকের ধাক্কায় এক এনজিওকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর দেড়টার সময় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেসরকারি আর্থিক সংস্থা ব্যুরো বাংলাদেশের মাঠকর্মী সেলিম হোসেন (৩২) সংস্থার কাজে মোটরসাইকেলযোগে (মাগুড়া-হ- ১১-৪৬৬৫) বিজয়পুর হতে ফেরার পথে কুরকামতা নামক স্থানে বিপরীত দিক হতে একটি বেপরোয়া হাইড্রোলিক ড্রাম্প ট্রাক সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে এনজিও কর্মী সেলিম গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ফলদা ঘোনাপাড়া গ্রামে। সে ওই গ্রামের বাহাজ উদ্দিনের পুত্র।

শাহরাস্তি থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ কুতুব উদ্দিন লিয়ন খান জানান, ব্যুরো বাংলাদেশের পক্ষ হতে কোন মামলা না করায় নিহতের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

মন্তব্য করুন