সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :
দেশের সরকারি প্রাথমিক ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এবার ৩২ হাজার ৫৭৭জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ২৫ হাজার ৬৩০ জন প্রাক-প্রাথমিক শিক্ষক এবং ৬ হাজার ৯৪৭ শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর পদটি সরাসরি ১৩তম গ্রেডে উন্নীত হওয়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা অনুসারে অভ্যন্তরীণ কোটা রাখা হবে। এক্ষেত্রে নারী কোটা ৬০ শতাংশ, পোষ্য কোটা ২০ শতাংশ এবং পুরুষ কোটা ২০ শতাংশ। এগুলোর মধ্যে আবার প্রতিটিতে ২০ শতাংশ করে বিজ্ঞান বিষয়ের শিক্ষক নিয়োগের কোটা অনুসরণ করা হবে।

বিজ্ঞপ্তি অনুসারে, নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ১৩তম বেতনস্কেলে ১১০০০-২৬৫৯০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেয়া হবে। নিয়োগ প্রত্যাশীদের কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। ২০ অক্টোবর আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

অপারেটর ফিসহ মোট ১১০ টাকা আবেদনকারীদের টেলিটক সিমের মাধ্যমে আবেদনের সঙ্গে পরিশোধ করতে হবে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)