হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বেলায়েত করোনায় আক্রান্ত

খুরশিদ আলম :
হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ বেলায়েত হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট আসে করোনা পজেটিভ। বর্তমানে তিনি চাঁদপুর শহরস্থ নিজ বাসায় হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, ডা. মোঃ বেলায়েত হোসেন গত ৬ দিন পূর্ব হতে জ্বর, ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। জ্বর, ঠান্ডা নিয়ন্ত্রণে না আসায় মঙ্গলবার তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ রিপোর্ট আসে। ডা. বেলায়েত হোসেন তার সুস্হ্যতায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

বৈশ্বিক মহামারী করোনার শুরু হতে সম্মুখযোদ্ধা হয়ে হাইমচর উপজেলার করোনা রোগীদের সেবা দিয়ে আসছিলেন ডা. বেলায়েত হোসেন। করোনার শুরু হতে হাইমচরে করোনা নিয়ন্ত্রণে জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি তার দপ্তরে ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারী, কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে করোনা সেবা কার্যাক্রমে সম্মুখে নেতৃত্ব দেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)