৫ জানুয়ারি ফরিদগঞ্জ কচুয়া ও হাইমচরের ২৭ ইউপিতে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক :
পঞ্চম ধাপে চাঁদপুর জেলার ২৭টি ইউনিয়ন পরিষদসহ ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী বছরের ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশনের ৯০তম সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন, কচুয়ার ১২টি ইউনিয়ন ও হাইমচরের ২টি ইউনিয়নে এই দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্নের সময় ১৩-১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর।

হাইমচরের ২টি ইউনিয়ন হলো- নীলকমল ও আলগী দুর্গাপুর উত্তর।

ফরিদগঞ্জের ১৩টি ইউনিয়ন হলো- বালিথুবা পূর্ব, বালিথুবা পশ্চিম, সুবিদপুর পূর্ব, সুবিদপুর পশ্চিম, গুপ্টি পূর্ব, গুপ্টি পশ্চিম, পাইকপাড়া উত্তর, গোবিন্দপুর উত্তর, গোবিন্দপুর দক্ষিণ, রূপসা উত্তর, রূপসা দক্ষিণ, চরদু:খিয়া পূর্ব, চরদু:খিয়া পশ্চিম।

কচুয়ার ১২টি ইউনিয়ন হলো- সাচার, পাথৈর, বিতারা, পালাখাল মডেল, সহদেবপুর পশ্চিম, কচুয়া উত্তর, কচুয়া দক্ষিণ, কাদলা, কড়ইয়া, গোহট উত্তর, গোহট দক্ষিণ, আশ্রাফপুর।

 

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)