৫ দিন পর চাঁদপুরে করোনার টিকা দেওয়া শুরু : গরম ও প্রচন্ড ভিড়ে জনদুর্ভোগ

শরীফুল ইসলাম :
টানা ৫ দিন বন্ধ থাকার পর চাঁদপুরের প্রধান টিকাদান কেন্দ্র চাঁদপুর সদর হাসপাতালে রোববার থেকে আবার করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। একইভাবে ৩/৪ দিন বন্ধ থাকার পর জেলার অন্যান্য টিকাদান কেন্দ্রেও এ দিন থেকে করোনার টিকা দেওয়া হয়।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার জেলায় ১ লাখ ৫ হাজার ডোজ করোনার টিকা এসেছে। টিকা পাওয়ায় রোববার থেকে সারা জেলায় সব উপজেলায় করোনার টিকা দেওয়া শুরু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, টিকার স্বল্পতার কারণে চাঁদপুর সদর হাসপাতালের টিকা কেন্দ্র এবং এর উপ-কেন্দ্র লেডি প্রতিমা মিত্র বালিকা বিদ্যালয় কেন্দ্রে গত মঙ্গলবার থেকে করোনার টিকাদান বন্ধ রয়েছে। এরপর একে একে অন্যান্য উপজেলায় টিকাদান বন্ধ হয়ে যায়।

রোববার (০৫ সেপ্টেম্বর) সকাল থেকে সদর হাসপাতাল কেন্দ্র (পুরুষ) এবং লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় (মহিলা) কেন্দ্রে প্রচুর ভিড় লক্ষ করা গেছে। প্রচন্ড গরমে লোকজনকে রোদে দাঁড়িয়ে কষ্ট পোহাতে হয়েছে ঘন্টার পর ঘন্টা।

শেয়ার করুন

মন্তব্য করুন