করোনাভাইরাসে আরো ৫জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৬৪

নিজস্ব প্রতিবেদক :
মহামারি করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ১৬৮জনের। করোনায় আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরো ৫৬৪জন। ফলে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত হাজার ৬৬৭জনে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচ হাজার ৬২৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে চার হাজার ৯৬৫টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৪ হাজার ৬৬৬টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরো ৫৬৪জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ৬৬৭জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরো ৫জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরো ১০জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৬জন।

নতুন করে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩জন পুরুষ এবং ২জন নারী। ২জন ষাটোর্ধ্ব এবং ৩জন চল্লিশোর্ধ্ব।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)