করোনা টেস্ট : আরো ৬জনের রিপোর্ট নেগেটিভ, মোট ২৫জনের রিপোর্ট প্রকাশ

এখনো অপেক্ষমান ১২জনের রিপোর্ট

বিশেষ প্রতিবেদক :
চাঁদপুর জেলায় সন্দেহভাজন আরো ৬জনের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার সকালে তাদের রিপোর্ট পেয়েছেন বলে চাঁদপুর প্রবাহকে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ। তিনি জানান, পূর্বে পাঠানো নমুনার মধ্যে ১জনের রিপোর্ট অপেক্ষমান। বৃহস্পতিবার সকালে আরো ১১জনের নমুনা পাঠানো হয়েছে। মঙ্গল ও বুধবার এই ১১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সে হিসেবে বর্তমানে ১২জনের রিপোর্ট অপেক্ষমান।

সিভিল সার্জন আরো জানান, চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে বুধবার পর্যন্ত ২৪জনের নমুনা পাঠানো হয়েছে আইইডিসিআর কেন্দ্রে। এর মধ্যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৩জনের রিপোর্ট হাতে পৌঁছেছে। সবার রিপোর্ট নেগেটিভ। অর্থাৎ রিপোর্ট পাওয়া সবাই করোনামুক্ত।

এর আগে মার্চ মাসে আইইডিসিআর থেকে চাঁদপুর এসে ২জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাদের রিপোর্টও করোনা নেগেটিভ হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এখন পর্যন্ত চাঁদপুরে ২৫জনের করোনা রিপোর্ট পাওয়া গেছে এবং সবাই করোনামুক্ত।

এর বাইরে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত চাঁদপুরের আরো অনেকে সেসব স্থানে করোনা টেস্ট করেছে। তাদের তথ্য চাঁদপুর স্বাস্থ্য বিভাগের কাছে নেই।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)