চাঁদপুর জেলায় বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন শেষ হবে ১০ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রবাস থেকে আসা লোকদের টানা ১৪ দিনের হোম কোয়ারেন্টাই আগামী ১০ এপ্রিল শেষ হচ্ছে। প্রবাস থেকে আসা জেলার সর্বশেষ লোকটির হোম কোয়ারেন্টাইন শেষ হবে ওইদিন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায, জেলায় বর্তমানে বিদেশফেরত ১জন হোম কোয়ারেন্টাইনে আছেন। নতুন করে আর কেউ বিদেশ থেকে দেশে ফিরেন নাই। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ২১৭৪জন প্রবাসী হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন। আর আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৩জন।

সিভিল সার্জন সিভিল সার্জন ডা: শাখাওয়াত উল্যাহ জানান, চাঁদপুরে করোনার সংক্রমণ রোধে বিদেশ ফেরত লোকদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন আগামী ১০ এপ্রিল শেষ হবে। তবে করোনার প্রকোপ থাকা অবস্থায় আগামীতে যদি কেউ আবার কেউ বিদেশ থেকে চাঁদপুর আসনে তাহলে তাকেও বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সিভিল সার্জন অফিস থেকে জানা যায়, ১ মার্চ থেকে চাঁদপুর জেলায় বিদেশ প্রত্যাগত মোট লোক সংখ্যা ৫১৪৬জন।

শেয়ার করুন

মন্তব্য করুন