ঢাকা ও নারায়ণগঞ্জের লোক ঠেকাতে ১৪ লঞ্চঘাটে নজরদারি

মোরশেদ আলম :
চাঁদপুরে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় মেঘনা নদী এলাকায় ১৪টি লঞ্চঘাটে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে পুলিশকে এমন নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনার পর থেকে আমিরাবাদ, মোহনপুর, একলাশপুর, দশানী, জহিরাবাদ, সুগন্ধি ষাটনল, কালিপুর, কালির বাজার ও বেলতলিসহ ১৪টি লঞ্চ ঘাটে নৌ-পুলিশের টহল বাড়ানো হয়েছে।

ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে লোকজনের আগমন ঠেকাতে মতলবের মহল্লায় মহল্লায় মাইকিং করা হচ্ছে। নৌপথে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে মতলব উত্তর উপজেলা। প্রতিদিনই ট্রলারযোগে নারায়ণগঞ্জ থেকে নৌপথে লোক ঢুকছে মতলবে। এত করে মতলবের ১৪টি লঞ্চঘাটে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত জানান, নদীপথে মতলব উত্তরে আগমন ঠেকাতে নৌ-পুলিশ টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন