দোকান যাবে বাড়ি!

সুজন পোদ্দার :
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় মানুষকে ঘরে অবস্থান ও বাজারমুখী জনসমাগম নিরুৎসাহিত করতে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী গৃহস্থের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি চালু করেছেন ভ্রাম্যমাণ বাজার। রোববার থেকে ট্রাকে করে এ ভ্রাম্যমাণ বাজারের কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ বলেন, মাননীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এবং জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ে বাজারে গমন নিরুৎসাহিত করতে “দোকান যাবে বাড়ি” কার্যক্রম চালু করা হয়েছে।

ট্রাকে করে এমন ভ্রাম্যমাণ বাজার স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)