বিষ্ণুপুরে ২টি গ্রাম লকডাউন করেছে যুবসমাজ!

শাওন পাটওয়ারী :
চাঁদপুর সদর উপ‌জেলার বিষ্ণুপুর ইউ‌নিয়‌নের ক‌রোনাভাইরা‌সের প্র‌তি‌রো‌ধে ২টি গ্রাম লকডাউন ক‌রে‌ছে যুবসমাজ। প‌ু‌লিশ প্রশাসন বলছে, এ ধর‌নের লকডাউ‌নে এলাকায় আতঙ্ক ছড়া‌বে। তবে কে শুনছে কার কথা! নিজ এলাকাকে নিরাপদ রাখতে যুবসমাজ এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

বুবার স‌রেজ‌মি‌ন দেখা যায়, ইউ‌নিয়‌নের দুই‌টি গ্রাম দা‌মোদরদী ও ম‌নোহরখাদী গ্রা‌মের প্র‌বেশপ‌থে বাঁ‌শের বেড়া দি‌য়ে সকল যানবাহন আট‌কে দেওয়া হয়েছে। গ্রামের যুবকরা জীবাণুনাশক ছিটা‌নো, হাত ধু‌য়ে এলাকায় প্র‌বেশ করাতে বাধ্য করছে। যুবক‌দের হা‌তে হা‌তে লা‌ঠি ছিল। এলাকার যুবসমাজের ৩০জন পালাক্রমে ডিউ‌টি করছে। এ ধর‌নের লকডাউ‌নে এলাকার মানুষ কিছুটা ক্ষুব্ধ। আবার কেউ কেউ এই কাজ‌কে সাধুবাদ জানাচ্ছে।

এ বিষ‌য়ে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী ব‌লেন, এ ধর‌নের ‌বিষয় আমার জানা নেই ত‌বে কেউ য‌দি এ‌ ধর‌নের কাজ ক‌রে থা‌কে তা করার অ‌ধিকার তাদের নেই। তা‌দের উদ্দেশ্য হয়‌তো মহৎ কিন্তু লকডাউন তারা কোনো অবস্থাতেই ঘোষণা ক‌র‌তে পা‌রে না। এ‌তে ক‌রে এলাকায় আতঙ্ক ছড়া‌বে।

এ ব্যাপা‌রে যুবসমা‌জের ক‌য়েকজন ব‌লেন, ক‌রোনা প্র‌তি‌রোধে এলাকার যুবসমাজ এক‌ত্রিত হ‌য়ে লকডাউন ঘোষণা ক‌রে‌ছি। আমরা সকাল থে‌কে রাত ১০টা পর্যন্ত পু‌রো এলাকা লকডাউন করা হ‌য়ে‌ছে। স্বেচ্ছাসেবী হি‌সে‌বে আমরা এ কাজ‌টি কর‌ছি। রোগীর গাড়ী ও খাদ্য সামগ্রীর গাড়ী ছাড়া অন্য‌ কোন গা‌ড়ি এলাকায় প্র‌বেশ নি‌ষেধ। সকল দোকান আমরা বন্ধ ক‌রে দি‌য়ে‌ছি। কাউ‌কে অযথা ঘর থে‌কে বের হ‌তে দি‌চ্ছি না।

এতে স্বেচ্ছাসেবী হি‌সে‌বে কাজ কর‌ছে রিপন চৌধুরী, রিয়াদ বেপারী মোঃ রানা বকাউল, রিয়াদ হো‌সেন, সুমন, মোবারক, ইকবাল, মারফত আলী, মহসীন, মোস্তফা, সো‌হেল জামাল ও র‌নিসহ আরো অ‌নেক যুবক।

শেয়ার করুন

মন্তব্য করুন